এডোবি প্রোডাক্টের বেস্ট লিনাক্স অল্টারনেটিভ

এডোবি তাদের এডোবি ক্রিয়াটিভ স্যুট এর আন্ডারে অনেকগুলো এপ্লিকেশন প্রোভাইড করে থাকে, যেগুলো এখন এডোবি ক্রিয়েটিভ ক্লাউড এর মাধ্যমে সার্ভ করা হচ্ছে। শুধুমাত্র ফটোশপ এ এডোবি লিমিটেড নয় বরং আর অনেক ধরনের সফটওয়ার তারা সার্ভ করে থাকে বিশেষ করে ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং সহ পিডিএফ এডিটিং এ তাদের এপ্লিকেশনের যেন জয়জয়কার।

যেহেতু এডোবি ক্রিয়েটিভ স্যুট প্রোপাইটারি সফটওয়ার সাপ্লাই করে তাই তাদের প্রোডাক্ট গুলো বেশ ভালো পরিমানের খরচ এর মাধ্যমে তাদের প্রোডাক্ট ব্যবহার এর সুযোগ মেলে। তবে আপনি যদি লিনাক্স ইউজার হয়ে থাকেন এবং ভেবে থাকেন অর্থ খরচ করে হলেও আপনি ব্যবহার করবেন তাহলে সেটাও সম্ভব হবেনা। কারণ তাদের কোন সফটওয়ার ই লিনাক্স সাপোর্টেড নয়।

তাই এই আর্টিকেলে আমরা কথা বলব এমন কিছু এপ্লিকেশন নিয়ে যেগুলো মূলত এডোবির প্রোডাক্টের অল্টারনেটিভ

এডোবি প্রোডাক্টের বেস্ট লিনাক্স অল্টারনেটিভ

3 ১। Gimp : এডোবি ফটোশপ এর অল্টারনেটিভ

এডোবি ফটোশপ এডবিত সবচেয়ে জনপ্রিয় এবং সারা বিশ্বে ব্যবহৃত জনপ্রিয় গ্রাফিক এডিটিং টুল যার মাধ্যমে রেগুলার এবং প্রফেশনাল সবধরনের ইউজারের কাজ মিটে যায়।

যখন এডোবি ফটোশপ এর কথা আসে তখন ই বেস্ট রিপ্লেসমেন্ট দেয় গিম্প। গিম্প ফ্রি এবং ওপেন সোর্স ইমেজ এডিটর যার মাধ্যমে ম্যাক, লিনাক্স অথবা উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম এ ব্যবহার করতে পারবেন। এটা প্রোভাইড করে হ্যান্ডফুল সফিস্টেকেটেড টুলস যার মাধ্যমে সহজেই গ্রাফিক ডিজাইন করা যায়।

হাই কোয়ালিটি ফটো ম্যানিপুলেশন থেকে অরিজিনাল আরটোয়ার্ক ক্রিয়েশন সব ক্ষেত্রেই গিম্প অসাধারণ। আইকন তৈরি, লগ ডিজাইন, গ্রাফিক্যাল টুলস এলিমেন্ট এবং কালার ম্যাঞ্জেমেন্ট এর ফিচার সুবিধা রয়েছে গিম্প এ। এবং কাস্টোমাইজেশন অপশন এর মাধ্যমে আপনি থার্ড পার্টি প্লাগিন দিয়ে সহজেই আর সুন্দর করে তুলতে পারেন গিম্প কে।

২। Inkscape : এডোবি ইলাস্ট্রেটর এর অল্টারনেটিভ

এডোবি ইলাস্ট্রেটর মূলত ভেক্টর গ্রাফিক এডিটিং এবং ডিজাইন এর জন্য প্রসিদ্ধ। এক গুচ্ছ ইম্প্রেসিভ ড্রয়িং টুল এবং ইফেক্ট এর সাহায্যে সব ধরনের ভেক্টর এডিটিং এবং পোস্টার ক্রিয়েশন সহজেই করা সম্ভব।

Inkscape অনেক প্রতিযোগী, ফ্রি এবং ওপেন সোর্স টুলস যেটাকে বলা যায় এডোবি ইলাস্ট্রেটর এর অল্টারনেটিভ। একটি পাওারফুল ভেক্টর এডিটর, ফ্লেক্সিবল ড্রয়িং টুলস সহ অনেক ধরনের ফাইল ফরম্যাট কম্পাটাবিলিটি, পাওারফুল টেক্সট টুল এবং ব্যাজেইয়ের সাপোর্ট রয়েছে Inkscape এ।

৩। Scribus : এডোবি ইনডিজাইন এর অল্টারনেটিভ

এডোবি ইনডিজাইন মূলত ডেস্কটপ পাবলিশিং এপ্লিকেশন যা প্রধানত ব্যবহৃত হয় পোস্টার তৈরি, ফ্লায়ার তৈরি, ব্রচুরাস তৈরি, ম্যাগাজিন তৈরি, নিউজপেপার তৈরি সহ বুক ডিজাইন করতে। এছাড়াও কোন বই ই-পাব আকারেও এক্সপোর্ট এর সুবিধা আছে। এডোবি ইনডিজাইন এর কথা বললেই তাই স্ক্রাইবাস এর কথা প্রথমেই উঠে আসে।

স্ক্রাইবাস ফ্রি এবং ওপেন সোর্স একটি এপ্লিকেশন যা সব ধরনের অপারেটিং সিস্টেমেই সাপোর্ট করে এবং এটা ফ্রি Qt টুলকিট এর উপর বেজ করে তৈরি। লেয়াউট থেকে শুরু করে টাইপসেটিং এবং এনিমেটেড পিডিএফ ও ইন্টারেক্টিভ পিডিএফ তৈরি সম্ভব। স্ক্রাইবাস মূলত নিউজপেপার লেখা, নিউজলেটার লেখা কিংবা পোস্টার লেখার মতো কাজে ব্যবহৃত হয়।

৪। OpenShot : এডোবি প্রিমিয়ার এর অল্টারনেটিভ

এডোবি প্রিমিয়ার মূলত প্রফেশনাল গ্রেড এর ভিডিও এডিটিং এপ্লিকেশন যেটা হাই রেজুলেশন এর ভিডিও এডিটিং এর জন্য ব্যবহৃত হয়। এছাড়া অডিও স্যাম্পল লেভেল এডিটিং, সাউন্ড মিক্সিং সহ অনেক কাজ ই করা সম্ভব।

ওপেনশট অনেক শক্তিশালী এবং সহজে ব্যবহার যোগ্য ভিডিও এডিটর যেটা এডোবি প্রিমিয়ারের বেস্ট রিপ্লেসমেন্ট। সহজ ইউজার ইন্টারফেস এর সঙ্গে সঙ্গে অনেক অনেক ফিচার ও ওপেনশট প্রোভাইড করে থাকে।

৫। DarkTable : এডোবি লাইটরুম এর অল্টারনেটিভ

এডোবি লাইটরুম মূলত একটা ফটো প্রসেসর এবং ইমেজ অরগানাইজার যেটা ইমেজ ভিউ, অর্গানাইজ, এবং ডিজিটাল ইমেজ রিটাচ এর জন্য বেস্ট টুলস। লাইটরুম এর মাধ্যমে সহজেই আপনি আপনার করা ফটোগ্রাফ ইনহেন্স করতে পারবেন এছাড়া কালার ম্যানেজমেন্ট, কোন অবজেক্ট রিমুভ করা সহ স্কিউড শট নেয়ার ক্ষেত্রেও লাইটরুম অসাধারণ পারফর্ম করে থাকে।

আর যখন এই অল্টারনেটিভ এর কথা উঠে আসে তখন প্রথমেই বলতে হয় ফ্রি এবং ওপেন সোর্স এপ্লিকেশন DarkTable এর।

ডার্কটেবিল ফটোগ্রাফি ওয়ার্কফ্লো এপ্লিকেশন যেটা র ডেভেলপ করা সহ ডিজিটালি ইমেজ এনহেন্স করা সম্ভব। এছাড়া অনেক উপায়েই ডিজিটাইল ইমেজ ক্রিস্টাল তৈরি সম্ভব।

ব্যাসিক ইমেজ অপারেশন যেমন ক্রপ এবং রোটেশন, হাইলাইট রিকন্সট্রাকশন, হোয়াইট ব্যালেন্স, ইনভার্ট অপারেশন সহ এক্সপোজার কন্ট্রোল এর মতো কাজ সহজেই ডার্ক টেবিল এ করা সম্ভব। ইমেজ টোন চেঞ্জ, ইমেজ মোডিফিকেশন, লেভেল এডজাস্টমেন্ট, লাইট চেঞ্জ, কন্ট্রাস্ট এডজাস্ট সহ HDR ইমেজ ম্যানিপুলেশন এখন বেশ সহজেই করা সম্ভব।

পরিশেষে

এডবি মূলত তাদের প্রোডাক্ট এর মাধ্যমে ডিজাইন জগতে বেশ বড় একটা জায়গা ধরে রেখেছে এবং প্রোপারিটারি সফটওয়ার হবার কারণে অনেকই কিনে ব্যবহার করতে পারেন না। আবার কিনেই যে ব্যবহার করা যাবে এমন না, কারণ লিনাক্সে এডোবির এপ্লিকেশন গুলো এভেইলেভল না।

তাই বেস্ট অপশন হচ্ছে এডোবির প্রোডাক্টের অল্টারনেটিভ খুঁজে বের করা। এবং সেই এপ্লিকেশন গুলো যদি হয় ফ্রি এবং ওপেন সোর্স তাহলে তো আর কথায় নেই। তাই আমার ব্যক্তিগত সাজেশন থাকবে অকারণে টাকা খরচ না করে বরং এই এপ্লিকেশন গুলো ব্যবহার করায় ভালো।

প্রতিটা সফটওয়ার আপনি পেয়ে যাবেন আপনার অফিশিয়াল সফটওয়ার সেন্টার এ। সেখান থেকেই ডাউনলোড করেই ব্যবহার করতে পারবেন।

আশা করছি এই আর্টিকেল টি আপনার ভালো লাগবে এবং আপনার পছন্দের এপ্লিকেশন সম্বন্ধে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।